স্কুলছাত্র বাবুল হোসেনের মৃত্যুতে মিলাদ মাহফিল ও শোক সভা
নগরীর আম্বরখানা দর্শন দেউড়ীস্থ দর্শন দেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী বাবুল হোসেনের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করে গতকাল বুধবার আম্বরখানা দর্শন দেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর উদ্যোগে এক মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
স্কুল কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি ফজল আহমদ এর সভাপতিত্বে ও এম এ খান শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন আম্বরখানা বালিকা বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ, আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম আজম, শিক্ষক জিয়াউর রহমান, সিদ্দিকুর রহমান, শেখ তোফায়েল আহমদ সেপুল, সোয়েবউল কিবরিয়া, আলমগীর হোসেন, ফটো সাংবাদিক মোবারক হোসেন পাপ্পু, নিজাম আহমদ, শফিকুর রহমান, দর্শন দেউড়ী স্কুলের শিক্ষিকা হিমালী দাস, শিখা চক্রবর্তী, সিমা ধর, মনিকা দাস, জেসমিন আক্তার, হাফছা আক্তার, সাবিনা আক্তার, ফাহমিদা আক্তার, সুলতানা বেগম প্রমুখ।
মিলাদ মাহফিল ও শোক সভায় বাবুল হোসেনের মৃত্যুতে তার রুহের আত্মার মাগফিরাত এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞপন করেন। বিজ্ঞপ্তি