উইমেন্স মেডিকেল কলেজের ফার্মকোলজির প্রধান ডা. নঈম চৌধুরীর মায়ের ইন্তেকাল
কে এম আব্দুলাহ, গোলাপগঞ্জ প্রতিনধিঃ বিশিষ্ট চিকিৎক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফার্মকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবু নঈম চৌধুরীর মা বেগম আনোয়ারা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……….. রজিউন। তিনি বার্ধক্য জনিত রোগে বেশ কিছুদিন থেকে শয্যাশায়ী ছিলেন। গতকাল রোববার সকাল সাড়ে ৬টায় তার নিজ বাড়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ পুত্র ৪ কন্যাসহ বেশ ক’জন নাতি-নাতনী রেখে গেছেন। একই দিন বাদযোহর আদিনাবাদ খাপন জামে মসজিদে জানাযা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি গোলাপগঞ্জ প্রেসকাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী দাদী শাশুড়ী।