শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি দাতা গ্রেফতার না হওয়ায় গোলাপগঞ্জ শিক্ষক সমিতির উদ্বেগ
কে এম আব্দুলাহ গোলাপগঞ্জ প্রতিনধি ঃ শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্বপরিবারে হত্যার হুমকি দাতাকে চিিহ্নত ও শাস্তির আওতায় না আনায় উদ্ববেগ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) গোলাপগঞ্জ উপজেলা সভাপতি, এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী ও সচিব, ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজা মোহাম্মদ জাকারিয়া এক যুক্ত বিবৃতিতে উদ্ববেগ প্রকাশ করে অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানিয়েছেন।