বালাগঞ্জে ভূমি নিয়ে বিরুধের জেরে এক ব্যক্তির দাঁড়ি কর্তন : মামলা দায়ের
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের বালাগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তির দাঁড়ি কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় বালাগঞ্জ থানায় ৯ জনকে আসামী করে দায়ের করা হয়েছে মামলা। মামলা নং- ৬/২২-০৪-১৫ইং । ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নে মৈশাশী গ্রামে । থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮-০৪-১৫ ইং মৈশাশী গ্রামের মৃত আফরুজ মিয়ার ছেলে বোরহান আফরুজ (৩৮) ধানের খলায় কাজ করা অবস্থায় একই গ্রামের মৃত আযুব আলীর ছেলে তরিকুল ইসলাম, শাহাব উদ্দিন, মখলিছ আলীসহ ৮/১০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে বোরহান আফরুজ প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে হামলাকারিরা তাকে ধরে মারপিট করতে থাকে। একপর্যায়ে দুস্কৃতিকারীরা কাচি দিয়ে বোরহানের দাড়ি কেটে ফেলে। বর্তমানে বোরহান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪র্থ তলার পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন আহত বোরহানের চাচাতো ভাই আতিকুর রহমান। মামলার আসামীরা হলেন, তরিকুল ইসলাম,সাহাব উদ্দিন,মকলিছ আলী,জহির আলী,সাইফুর ইসলাম,রিপন মিয়া,ফয়ছল,আব্দুস শহীদ ও সাহেদ আলী, এব্যাপারে থানার ওসির সাথে যোগাযোগ করা তিনি বলেন,আমরা মামলা গ্রহন করেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।