দরগাহ মহল্লায় ছিনতাই’র শিকার লন্ডনী বধূ
sintaiসুরমা টাইমস ডেস্কঃ নগরীর দরগাহ মহল্লায় লন্ডন প্রবাসীর গৃহবধূ ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা গৃহবধূর সাথে থাকা নগদ অর্থ, স্বর্ণ, মোবাইলসহ ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শাহজালাল (রহ:) মাজার মসজিদের মিনারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরীর দর্শনদেউড়ীর বাসিন্দা (শুভেচ্ছা ১৯৯/৩ সৈয়দ মঞ্জিল) লন্ডন প্রবাসী সৈয়দ শামীম আহমদের স্ত্রী লন্ডনী গৃহবধূ সুমা আক্তার এক স্বজনকে সাথে নিয়ে ক্বীনব্রীজ এলাকাস্থ বৈশাখী মেলায় যাওয়ার জন্যে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাসা থেকে বের হন। শাহজালাল (রহ:) মাজার মসজিদের মিনারের সামনে তাদের বহনকারী রিকসাটি পৌঁছামাত্র মোটরসাইকেলে আসা ২ যুবক ধারালো ছোরার ভয় দেখিয়ে তাদরে গতিরোধ করে। এ সময় ২ ছিনতাইকারী সুমা আক্তারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়।
ঘটনার বর্ণনা করে সুমা আক্তারের স্বামী সৈয়দ শামীম জানান, ব্যাগের মধ্যে নগদ ৪৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণের চেইন ও ব্রেসলেট, একটি আই ফোন সিক্স, ক্রেডিট কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
এ ঘটনার ব্যাপারে যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই ফয়েজ আহমদ বলেন, এরকম ঘটনার ব্যাপারে কেট্ট পুলিশকে কিছু বলেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।