টিলাকাটার দায়ে জরিমানা দিলেন কাউন্সিলর ইলিয়াস
সুরমা টাইমস ডেস্কঃ টিলা কাটার দায়ে সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইলিয়াছুর রহমানকে আর্থিক জরিমানা করেছে পরিবেশ সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট বিভাগ। টিলাকাটার দায়ে কাউন্সিলর মো.ইলিয়াছুর রহমানকে ঢাকায় তলব করে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর। সেখানে শুনানী গ্রহণ শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য তাকে ১লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার তাকে এ জরিমানা করা হয়।
সূত্রে জানা যায়, বিদ্যমান আইন অনুযায়ী সরকারী বা ব্যক্তি মালিকানাধীন টিলা কাটা নিষেধ থাকার পরেও সিলেট সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইলিয়াছুর রহমান ও তার ২ ভাই মিলে সিলেটের সদর থানা হতে ৪ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাহ্মণশ্বশান মৌজার ১৪ নং দাগের ২ একর টিলার প্রায় ৫০ শতাংশ মাটি কেটে টিলাটি সমান করে ফেলেন।
তিনি একজন জনপ্রতিনিধি এবং সাবেক ছাত্রলীগের নেতা হওয়ায় আইনের তোয়াক্কা না করে এ অপকর্মটি করেছেন মর্মে প্রতীয়মান হয়। শুনানীতে অভিযুক্ত মো. ইলিয়াছুর রহমান পাহাড় কাটার সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরণের কাজ করা থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন।