গ্রামীনফোনের সহযোগিতায় সিলেটের ২৫ বিদ্যালয়ে বুক সেলফ হস্তান্তর
দেশে পর্যাপ্ত সংখ্যায় আলোকিত, কার্যকর, উচ্চমূল্যবোধ ও উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ গড়ে তোলা এবং তাদেরকে জাতীয় শক্তি হিসেবে সংঘবদ্ধ ও সমুন্নত করে দেশের আপামর মানুষের চিত্তের সার্বিক আলোকায়ণ ঘটানোর লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র নিয়োজিত। আলোকিত মানুষ গড়ার সমৃদ্ধ স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৬ বছর ধরে সারাদেশে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য চালিয়ে আসছে একটি বইপড়া কর্মসূচি। বর্তমানে সারাদেশে প্রায় ১২০০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ ল ছাত্রছাত্রী এই কর্মসূচির সদস্য।
এই কর্মসূচিতে গত ১০ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রকে সহযোগিতা করে আসছে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর বইপড়–য়া বিজয়ী ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে এবং অনলাইন বইপড়া কর্মসূচি ‘আলোর পাঠশালা’র জন্য একটি মোবাইল এপস তৈরি করা হয়েছে।
এবছর নতুন উদ্যোগ হিসেবে গ্রামীণফোনের সহযোগিতায় সিলেট, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে আলোর পাঠশালা শীর্ষক লাইব্রেরি গড়ে তোলার জন্য একটি করে বুক সেলফ প্রদান করা হবে। আজ সিলেট অঞ্চলের নির্বাচিত যে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বুক সেলফ হস্তান্তর করা হচ্ছে সে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল।
ক্রম জেলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান
১ সিলেট কোম্পানিগঞ্জ ছনবাড়ী উচ্চ বিদ্যালয়
২ সিলেট কোম্পানিগঞ্জ বর্নি উচ্চ বিদ্যালয়
৩ সিলেট গোয়াইনঘাট কোপার বাজার উচ্চ বিদ্যালয়
৪ সিলেট গোয়াইনঘাট হাকুর বাজার উচ্চ বিদ্যালয়
৫ সিলেট গোয়াইনঘাট বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়
৬ সিলেট গোয়াইনঘাট এড. জেবুন্নাহার সেলিম উচ্চ বিদ্যালয়
৭ সিলেট গোয়াইনঘাট পশ্চিম গোয়াইনঘাট আদর্শ দাখিল মাদ্রাসা
৮ সিলেট গোয়াইনঘাট পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়
৯ সিলেট জৈন্তিয়াপুর খাজার মোকাম উচ্চ বিদ্যালয়
১০ সিলেট জৈন্তিয়াপুর রমজান রুপজান বাঘের খাল একাডেমী
১১ সিলেট জৈন্তিয়াপুর সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা
১২ সিলেট জৈন্তিয়াপুর আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট
১৩ সিলেট ফেঞ্চুগঞ্জ সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়
১৪ সিলেট ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
১৫ সিলেট বালাগঞ্জ বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়
১৬ সিলেট বালাগঞ্জ মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়
১৭ সিলেট গোলাপগঞ্জ বরায়া উচ্চ বিদ্যালয়
১৮ সিলেট সিলেট সদর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
১৯ সিলেট সিলেট সদর কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়
২০ সিলেট সিলেট সদর মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়
২১ সিলেট সিলেট সদর ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়
২২ সিলেট সিলেট সদর শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়
২৩ সিলেট সিলেট সদর রশিদিয়া দাখিল মাদ্রাসা
২৪ সিলেট সিলেট সদর সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
২৫ সিলেট সিলেট সদর হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উপরোক্ত নির্বাচিত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে বুক সেলফ হস্তান্তর করা হয়েছে। এই বুক সেলফ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শরিফ মোঃ মাসুদ এবং গ্রামীণফোনের সিলেট অঞ্চলের রিজিওনাল হেড জনাব মোঃ শাওন আজাদ। বিজ্ঞপ্তি