নগরীতে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীর আখালিয়া থেকে লন্ডন প্রবাসীর পাঠানো ৬ লাখ টাকা তার ভাইকে ছুরিকাঘাত করে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাই শিকার রাজ উদ্দিন আখালিয়া নতুন বাজারের মৃত মোবারক আলীর ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার কাঞ্চনপুরে। রাজ উদ্দিন জানান- তার লন্ডন প্রবাসী ভাই এবি ব্যাংক দরগাগেইট শাখায় ৬ লাখ টাকা পাঠান। বৃহস্পতিবার দুপুরে ওই টাকা তুলে তিনি বাসায় ফিরছিলেন। আখালিয়া মসজিদের কাছে আসার পর ৪টি মোটর সাইকেলে ৬ জন ছিনতাইকারী এসে তার সিএনজি অটোরিকশার গতিরোধ করে।
পরে আগ্নেয়াস্ত্র ও চাপাতি ঠেকিয়ে তার কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান- টাকা ছিনতাইর কোন তথ্য পুলিশের কাছে নেই। এরকম কোন ঘটনার অভিযোগও তিনি পাননি।