“আবিষ্কারের বিজেতা” – স্যার আচার্য্য জগদীশ চন্দ্র বসু
আমাদের দেশের অনেক গুনীজন যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, যা বর্তমানে বাংলাদেশে এবং বর্তমান প্রজন্মের কাছে অজানা রয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলা, থানা, অঞ্চলে ঐ সকল সেলিব্রেটি, বিশ্ববিখ্যাত মানুষগুলোর বসত ভিটার চিহ্ন হয়ত এখনো স্পষ্টত: সময়ের পরিক্রমায় আমরা ভুলে যাচ্ছি আমাদের অহংকারের উৎসগুলোকে। বিশ্ববিখ্যাত ব্যক্তিগুলোর মাঝে আমরা গর্ব করে যে সকল কালপুরুষ, প্রিয়মুখ ও জনপ্রিয় মুখগুলির নাম হরহামেশাই উচ্চারণ বা বন্দনা করি তাদের অনেকেই এই সোনার বাংলাদেশে জন্মেছে।এই বাংলাদেশেই তাদের পৈত্রিক ভিটা-মাটি। বাংলাদেশের জল-মাটি- বাতাসের গন্ধ। এ রকম বেশ কিছু ব্যক্তিত্বের জানা অজানা বর্নঢ্য জীবন নিয়েই আমাদের এই ‘বাঙালী বিশ্বময়’। অনুষ্ঠানের মাধ্যমে তাদের বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন চরিত্র, কর্ম, সাফল্যগাঁথার প্রমান্য তৈরী করে বিশ্বকে এবং বিশেষ করে বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দেওয়া। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই, বাঙালী বিশ্বজুড়ে কিংবা বিশ্বময় বাংলাদেশ।
বাঙালী বিশ্বময়ের এবারের পর্বে দেখানো হবে বিজ্ঞানী স্যার আচার্য্য জগদীশ চন্দ্র বসু -এর বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন চরিত্র, কর্ম, সাফল্যগাঁথার প্রমান্যচিত্র।
বিংকু মুখার্জীর প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রবিবার রাত ১১টা ০৫মিনিটে জিটিভিতে প্রচার হবে।