মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন মেয়র লুৎফুর রহমানকে বিজয়ী করুন

১০১ জন বরেণ্য আলেমের সম্মিলিত আহ্বান

JAGROTO TOWER HAMLETS NEWS ENGLISH (1)আসন্ন ২২মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক, আশংকা ও কমিউনিটিতে ভুল বুঝাবুঝি তৈরী প্রচেষ্টার প্রেক্ষাপটে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও প্রতিষ্ঠানের বিশিষ্ট উলামায়ে কেরাম, খতীব ও ইমামগণ সর্বস্তরের টাওয়ার হ্যামলেটস্ বাসীর, প্রতি আহ্বান জানিয়ে সংবাদ পত্রে প্রকাশার্থে এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তাঁরা বলেন, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বারার নাগরিকদের জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তা বিধান এবং নাগরিক সেবা সমূহ সমমর্যাদা ও যোগ্যতার ভিত্তিতে প্রদানের জন্য উপযুক্ত প্রতিনিধি নির্বাচন।-একজন নির্বাচিত মেয়র হার এক্সেলেন্সি দ্যা কুইন এর পক্ষে নাগরিকদের সুযোগ সুবিধা ও সেবা প্রদান করবেন।-এক্ষেত্রে উপযুক্ত ও উত্তম সেবা প্রদানে সক্ষম ও যোগ্য প্রার্থীকে বাছাই করে নেয়ার স্বাধীন অধিকার প্রত্যেকের রয়েছে।-কিন্তু আমরা লক্ষ করছি, মিডিয়ার প্রচারনা, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ হাসিল প্রভৃতি কারণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এক ধরণের নেতিবাচক প্রচারনা নাগরিকদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভক্তি তৈরী করে কমিউনিটি কোহেশনকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।-আমরা আরও লক্ষ্য করছি, হিংসা বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম ও আত্মদানের বিনিময়ে আজকের টাওয়ার হ্যামলেটস বারা আবাসন, শিক্ষা, কমিউনিটি কোহেশন, আন্তধর্মীয় সম্প্রীতি স্ট্রীট সেফটি ও যুব উন্নয়েনের ক্ষেত্রে জাতীয়ভাবে উল্লেখযোগ্য ও ঈর্শনীয় সাফল্য অর্জন করেছে।-এই সাফল্যকে ধরে রেখে অগ্রসরমান করতে হলে ভাষা বর্ণ ও ধর্ম পরিচয়ের উর্ধ্বে উঠে বারার উন্নয়নকে যিনি নেতৃত্ব দিতে পারবেন তাকেই ২২ মে টাওয়ার হ্যামলেটস বারার মেয়র নিবর্বাচিত করা বাঞ্চনীয়।

আমরা লক্ষ্য করছি, নাগরিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারাকে তুচ্ছ করে কেউ কেউ অপ্রাসঙ্গিকভাবে ভাষা বর্ণ ও ধর্মীয় পরিচয়কে টার্গেট বানিয়ে কমিউনিটিকে বিভক্ত করার কাজ করছে।-এটা একই সাথে দেশের ন্যাশনাল কালচারাল ও বিলিজিয়াস ‘মাল্টি’ ধারনাকে আঘাত করছে এবং কমিউনিটিতে হিংসা ও বিদ্ধেষকে ছড়িয়ে দিচ্ছে।-আমরা এ ধরণের কাজকে গর্হিত ও নিন্দনীয় মনে করি।-
আমরা নিতান্ত দু:খের সাথে আরও লক্ষ্য করছি যে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং তার নাগরিকদের সুবিধা ও চাহিদাকে উপেক্ষা করে বর্তমান সময়ের রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে কল্পনার রঙ তুলি দিয়ে ইসলামোফোবিয়াকে ভোট ও ভোটারদের মূল এজেন্ডা বানিয়ে তোলা হয়েছে।-মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে টার্গেট বানানো হয়েছে।-আলেম উলামাদের সাথে সম্পর্ককে নিন্দনীয় ও অপরাধ বলে প্রচার চলছে।-ধর্ম বিশ্বাস ও ধর্ম পালনকে কটাক্ষ করা হচ্ছে।-স্থানীয় লেবার দলের একজন সাবেক কাউন্সিলার বিবিসির প্যানারামা প্রোগ্রামে ‘ধর্ম মানুষকে বিভক্ত করে’ বলে বক্তব্য রেখেছেন।-এমনকি একই প্রোগ্রামে পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমামকে নেতিবাচক ও নিন্দনীয়ভাবে উপস্থাপন করে সকল ধর্মবিশ্বাসী বিশেষ করে মুসলমানদেরকে অবজ্ঞা করে অপমানিত ও আশংকার মধ্যে নিক্ষেপ করা হয়েছে।-এই ধরনের হীন চেষ্টাকে আমরা কোনভাবেই সমর্থন করতে পারি না।
আমরা মনে করি, একজন ভোটারের জন্য মুসলিম হওয়া, কোন মসজিদের ইমাম ও খতীব হওয়া মসজিদ প্রতিষ্ঠা ও পরিচালনা করা এবং এসবের সাথে সম্পর্ক রাখা কোন অন্যায় কাজ নয়।-উপর্যুক্ত পরিচয়ের কারণে কারো ভোটাধিকারকে খাটো করে দেখা বা কটাক্ষ করা কোনভাবেই মেনে নেয়া যেতে পারে না।-একজন ভোটার হিসেবে অন্যান্য নির্বাচনের মতো আসন্ন টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনেও আমাদের ভোটাধিকার রয়েছে এবং স্বাধীনভাবে এই ভোটাধিকার প্রয়োগের নি:শংক সুযোগ আমাদের থাকা উচিৎ।-কমিউনিটির সচেতন অংশ এবং একইসাথে একজন দায়িত্বশীল ভোটার হিসেবে আমরা সত্য, ন্যায় মর্যাদা ও উন্নয়নের স্বার্থে মেয়র লুৎফুর রহমানের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছি এবং সকল প্রকার প্রোপাগান্ডা ও কুৎসাকে উপেক্ষা করে মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্যে টাওয়ার হ্যামলেটস বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

১।-হাফিজ মাওলানা শামছুল হক, চেয়ারম্যার, কাউন্সিল অব মস্কস
২।-হাফিজ মাওলানা আবদুল জলীল, শায়খুল হাদীস দারুল হাদীস লতিফিয়া
৩।-মাওলানা শায়খ আসগর হুসেইন, উপদেষ্টা কোয়ালিশন অব উলামা
৪।-মাওলানা তহুর উদ্দিন, প্রিন্সিপাল লন্ডন ইসলামিক স্কুল
৫।-মাওলানা জমসেদ আলী, চেয়ারম্যান মাজাহিরুল উলুম মাইল্যান্ড
৬।-অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, সভাপতি, কোয়ালিশন অব উলামা
৭।-মাওলানা শুয়াইব আহমদ, প্রিন্সিপাল মারকাজুল উলুম লন্ডন
৮।-মুফতি মুহাম্মদ ইলিয়াস, প্রেসিডেন্ট, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইউকে
৯।-মাওলানা রশীদ আহমদ, খতীব, আল ফালাহ মসজিদ
১০।-মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, প্রিন্সিপাল মাজাহিরুল উলুম মাইল্যান্ড
১১।-মুফতি আবদুল মুনতাকিম, শরীয়াহ কন্সালটেন্ট ইবরাহীম কলেজ
১২।-মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, প্রিন্সিপাল, দারুল হাদীস লতিফিয়া
১৩।-মাওলানা ছাদিকুর রহমান, ইমাম, আল আক্বসা মসজিদ, ডকল্যান্ড
১৪।-মাওলানা সৈয়দ তামীম আহমদ, চেয়ারম্যান, আন-নূর ইন্টারন্যাশনাল
১৫।-মাওলানা শাহ মিজানুল হক, সেক্রেটারী, আলহুদা ইসলামিক সেন্টার
১৬।-মাওলানা সৈয়দ নাঈম আহমদ, খতীব রিজেন্স লেইক
১৭।-মাওলানা আবু আহমদ হিফজুর রহমান, ইমাম দারুল উম্মাহ
১৮।-মাওলানা হেলাল উদ্দিন, ইমাম ও খতীব
১৯।-মাওলানা শিহাব উদ্দিন, মুহাদ্দিস দারুল হাদীস লতিফিয়া
২০।-মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, শিক্ষক, জামেয়াতুল উম্মাহ
২১।-মাওলানা নাজির উদ্দিন, খতীব মাজাহিরুল উলূম মাইল্যান্ড
২২।-মাওলানা মাওলানা হেলাল উদ্দিন, চেয়ারম্যান, ইসলামিক টিচার্স এসোসিয়েশন
২৩।-মাওলানা আবদুল হাই খান, সেক্রেটারী- ইসলামিক টিচার্স এসোসিয়েশন
২৪।-মাওলানা আবুল হাসনাত চৌধুরী, ট্রেজারার, ইসলামিক টিচার্স এসোসিয়েশন
২৫।-মাওলানা সাঈদ আলী, শিক্ষক
২৬।-হাফিজ মুহাম্মদ আবদুস শহীদ, খতীব পপলার সেন্টার মস্ক
২৭।-মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, খতীব শ্যাডওয়েল জামে মসজিদ
২৮।-মাওলানা আশরাফুর রহমান, সেক্রেটারী লতিফিয়া ক্বারা সোসাইটি, ইউকে
২৯।-মাওলানা মুফতি আবদুল কাহহার, ভাইস প্রিন্সিাল দারুল হাদীস লতিফিয়া
৩০।-মাওলানা নূরুল হক, সহ সভাপতি এ,আই,টি
৩১।-মাওলানা মুকাররম আলী, সহ সভাপতি এআইটি
৩২।-শায়খ ফারুক হুসেইন, উস্তাদ দারুল উম্মাহ উইকেন্ড মাদ্রাসা
৩৩।-মাওলানা আবদুল মু’মিন, হেডটিচার ই,এল,এম ইভনিং মাদ্রাসা
৩৪।-মাওলানা হাফিজ কামাল উদ্দিন, ইমাম
৩৫।-মাওলানা হাফিজ ইরশাদ উলাহ, ইমাম, দারুল সালাম মস্ক
৩৬।-হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সেক্রেটারী মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট
৩৭।-মাওলানা ফরীদ আহমদ চৌধুরী, শিক্ষক দারুস হাদিস লতিফিয়া
৩৮।-মাওলানা আবদুল আউয়াল হেলাল, সিনিয়র শিক্ষক দারুল হাদীস লতিফিয়া
৩৯।-হাফিজ মুহাম্মদ আবদুল্লাহ, খতীব ওয়েস্টফেরী কমিউনিটি মসজিদ
৪০।-মাওলানা মামনুন মহি উদ্দিন, শিক্ষক
৪১।-মাওলানা সেলিম রহমান, টিচার, লন্ডন ইকরা ইনস্টিটিউট
৪২।-মাওলানা মুসলেহ উদ্দিন, উস্তাদ দারুল হাদীস লতিফিয়া
৪৩।-মুফতি আজীম উদ্দিন, ইসলামী শিক্ষক
৪৪।-হাফিজ মাওলানা ছাদিকুর রহমান, ইমাম ফোর্ডস্কয়ার মস্ক
৪৫।-মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, খতীব ফোর্ডস্কয়ার মস্ক
৪৬।-মাওলানা হাসান নূরী চৌধুরী, খতীব; চেয়ারম্যান আল কোরআন রিচার্স ফাউন্ডেশন, লন্ডন
৪৭।-মাওলানা আবদুল করীম, জয়েন্ট সেক্রেটারী, এআইটি
৪৮।-মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, খতীব
৪৯।-মাওলানা ইলিয়াছ আলী, খতীব, ডকল্যান্ড
৫০।-মাওলানা আবদুল করীম, ইমাম শ্যাডওয়েল মসজিদ
৫১।-মাওলানা মাওলানা আবদুল ওয়াহিদ, ইমাম
৫২।-মাওলানা নুফাইছ আহমদ, ইমাম পপলার শাহজালাল মস্ক
৫৩।-মাওলানা আশফাকুর রহমান, শিক্ষক
৫৪।-মাওলানা তায়ীদুল ইসলাম, ইসলামি শিক্ষক
৫৫।-মাওলানা আবদুল আহাদ, শিক্ষক
৫৬।-হাফিজ মাওলানা আবদুল কাইয়ুম, খতীব
৫৭।-মাওলানা আবদুল্লাহ, শিক্ষক
৫৮।-মাওলানা আবদুল মান্নান, শিক্ষক
৫৯।-মাওলানা জসিম উদ্দিন, শিক্ষক
৬০।-মাওলানা জাবির আহমদ. শিক্ষক
৬১।-মাওলানা নাছির উদ্দিন, শিক্ষক, মারকাজী মসজিদ
৬২।-মাওলানা আনিসুর রহমান, শিক্ষক, আলহুদা ইভিনিং মাদ্রাসা
৬৩।-মাওলানা আবুল কালাম, ইমাম ও খতীব, ব্রার্ডেড স্ট্রীট মসজিদ
৬৪।-মাওলানা শওকত আলী
৬৫।-মাওলানা আতাউর রহমান জাকির
৬৬।-মাওলানা হুমায়ূন রশীদ নূরী, সাবেক ইমাম ও খতীব বো-কমিউনিটি মস্ক
৬৭।-মাওলানা হুমায়ূন রশীদ রাজী, টিভি প্রেজেন্টার
৬৮।-মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইমাম ও খতীব
৬৯।-হাফিজ মাওলানা মোস্তাক, সাবেক খতীব, বায়তুল মামুর মসজিদ
৭০।-হাফিজ মাওলানা কাজী আবদুর রহমান, শিক্ষক
৭১।-হাফিজ মাওলানা কাজী লুৎফুর রহমান, ইমাম স্টেপনি শাহজালাল মস্ক
৭২।-মাওলানা সালেহ আহমদ, খতীব রিজেন্স লেইক হল
৭৩।-মুফতি আবদুল রাজ্জাক
৭৪।-মাওলানা আবদুল কাহের, আলহুদা ইসলামিক সেন্টার
৭৫।-হাফিজ মাওলানা রওনক আহমদ, খতীব
৭৬।-মাওলানা মাসুদুল হাসান, শিক্ষক, সেলওন রোড মসজিদ
৭৭।-মাওলানা আবুল হাসানাত, শিক্ষক, আলহুদা ইভিনিং মাদ্রাসা
৭৮।-হাফিজ মাওলানা হোসাইন আহমদ, ইমাম আল আকসা মসজিদ
৭৯।-মাওলানা হাফিজ আবুল কাসেম, শিক্ষক, লন্ডন ইসলামিক স্কুল
৮০।-মাওলানা ওবায়দুর রহমান, শিক্ষক
৮১।-মাওলানা আখলাক চৌধুরী, চেয়ারম্যান, ব্রিটিশ স্ট্রীট মসজিদ
৮২।-মাওলানা আনোয়ার, শিক্ষক
৮৩।-মাওলানা মোহাম্মদ আনাস, ইমাম ও খতীব, শর্ডিস মসজিদ
৮৪।-মাওলানা জয়নাল আবেদীন, ইমাম রোমান রোড মসজিদ
৮৫।-মাওলানা মিনহাজ উদ্দিন, ইমাম ও শিক্ষক
৮৬।-মাওলানা আমিরুল ইসলাম, শিক্ষক
৮৭।-মাওলানা শরীফ খান, শিক্ষক
৮৮।-মাওলানা ফুজাইল আহমদ, শিক্ষক
৮৯।-মাওলানা হোসাইন আহমদ, সম্পাদক আল আহরার
৯০।-হাফিজ মাওলানা ইকবাল, শিক্ষক, মাজাহিরুল উলুম লন্ডন
৯১।-হাফিজ মাওলানা নোমান, শিক্ষক, লন্ডন ইসলামিক স্কুল
৯২।-মুফতি লুৎফুর রহমান, ইমাম
৯৩।-ক্বারী মাওলানা শামসুল হক ছাতকী, খতীব
৯৪।-মুফতি নোমান, শিক্ষক
৯৫।-মুফতি ওয়ায়েছ উদ্দিন, খতীব
৯৬।-মাওলানা রায়হান হোসাইন, শিক্ষক
৯৭।-মাওলানা রুহুল আমিন, শিক্ষক
৯৮।-মাওলানা নাজমুল, শিক্ষক
৯৯।-মাওলানা সালেহ আহমদ, শিক্ষক
১০০।-মাওলানা শফিক উদ্দিন, শিক্ষক
১০১।-মাওলানা শিব্বির, শিক্ষক