হুফফাজুল কুরআনের জাতীয় প্রতিযোগিতায় সিলেটের আতিক প্রথম

Hafiz Atikur-Rahmanহুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের প্রতিযোগী জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের শিক্ষার্থী হাফিয আতিকুর রহমান প্রথম স্থান অর্জন করেছে। ১৩ মে মঙ্গলবার ঢাকায় হাফেজ্জী হুজুর মসজিদ কমপ্লেক্সে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সারাদেশের জেলা ও বিভাগের বাছাইকৃত হাফেজদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি গ্র“পে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিলেট বিভাগ থেকে ইয়েসকার্ডপ্রাপ্ত ১২জন প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদের ছাত্র হাফিয আতিকুর রহমান শিশুবিভাগে প্রথম স্থান অধিকার করে গোটা সিলেটের সুনাম বয়ে এনেছে।
আন্তর্জাতিক হাফিয ও মাওলানা আবদুল হক পরিচালিত হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে বাছাইকৃত হাফিযদেরকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছর ২৯ এপ্রিল সিলেট বিভাগীয় প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ১২জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণের ইয়েসকার্ড পেয়ে মঙ্গলবার এ প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মাঝে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ফরিদাবাদের ছাত্র হাফিজ আতিক প্রথম স্থান অর্জন করে নগদ ৩০ হাজার টাকা এবং সনদপত্র পেয়েছে। হাফিজ আতিকের বাড়ি কোম্পানীগঞ্জ থানার খাগাইল গ্রামের মাওলানা আবদুল মান্নানের ছেলে। সে সকলের কাছে দোয়াপ্রার্থী। বিজ্ঞপ্তি