সময় মতো ইলিয়াস আলী গুমের সাথে জড়িতদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে

Elias Mukti Songramবিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান দাবীতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, মুক্তিযোদ্ধাদল, তাঁতীদল, মহিলাদল, ওলামাদল, জাসাস ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জিন্দাবাজারে সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
জিন্দাবাজারে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করে ষড়যন্ত্র কারীরা সিলেট বাসীর আবেগ অনুভূতিতে আঘাত করেছে। বক্তারা বলেন, অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া না হলে সময় মতো ইলিয়াস আলী গুমের সাথে জড়িতদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উপদেষ্টা এডভোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট নুরুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গফ্ফার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সোনা মিয়া, মহানগর বিএনপি’র কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, সাবেক প্রচার সম্পাদক আনহার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, তাঁতীদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ জামাল নূরুল হুদা, জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি মাসুক আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি সুদীপ রঞ্চন সেন বাপ্পু, জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিএনপি নেতা শহীদ আহমদ চেয়ারম্যান, এ.কে.এম তারেক কালাম, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, এনামুল কবির বাদশাহ, মহানগর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আব্দুস সহিদ, মওদুদুল হক মওদুদ, এডভোকেট জোহরা জেসমীন, কাউন্সিলর আমেনা বেগম রুমি, কাজী মুহিবুর রহমান, ফয়জুল কয়েস, মতিউল বারী চৌধুরী খুর্শেদ, শাকিল মুর্শেদ, এডভোকেট আবু তাহের, আব্দুর রহমান, আমিনুজ্জামান জোয়াহির, শাহিদুল ইসলাম কাদির, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, আসমাউল হাসনা খান, কাউন্সিলর দিবা রাণী দে বাবলী, দীপক রায়, আলতাফ হোসেন বিলাল, আজিজুল হোসেন আজিজ, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, অপর্ণ ঘোষ, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, শামীম আহমদ, খালেদুর রশিদ ঝলক, দিলাল আহমদ, মোস্তফা কামাল ফরহাদ, আমিনুল ইসলাম সাজু, অ্যাডভোকেট ইকবাল, মনোজ দেব প্রমুখ।