মৌলভীবাজারে হীড বাংলাদেশ‘র যক্ষা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

Moulvibazar Heeds Programমশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে হীড বাংলাদেশ‘র যক্ষা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে আজ ৭ ডিসেম্বর। মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ হেমন্ত কুমার দাশের সভাপতিত্বে ও হীড বাংলাদেশ’র প্রোগ্রাম এসিস্ট্রেন্ট মোঃ মকবুল হেসেনের পরিচালনায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এ এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মেডিকেল অফিসার মলয় কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশ‘র জেলা সমন্বয়কারী তাপস বাড়ই। এডভোকেসি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাকারিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হাজী আব্দুর রব, সাংবাদিক মশাহিদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন- হীড বাংলাদেশ সারাদেশে তার কার্যক্রম দিয়ে সরকারকে সহযোগীতা করে যাচ্ছে। যক্ষা/টিবি বাংলাদেশের একটি মারাতক স্বাস্থ্য সমস্যা। পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। যক্ষা বা টিবি আক্রান্ত ব্যক্তিদের খুজে বের করে তাদেরকে চিকিৎসার আওতায় এনে নির্দিষ্ট স্থানে কফ পরীক্ষা করাতে হবে।