প্রবাসীদের কল্যাণে সকল মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : অ্যাডভোকেট মিসবাহ
সুরমা টাইমস রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের প্রতিটি দুঃসময়ে প্রবাসীরা তাদের সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তারা যুগে যুগে মাতৃভূমির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বিদেশের মাটিতে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বদেশের কল্যাণকর কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন।
তিনি বলেন, প্রবাসীরা আমাদের আপনজন। তাদের পাঠানো অর্থে দেশের বড় ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তাই প্রবাসীরা যখন দেশের মাটিতে আসেন তখন তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়। সেজন্য প্রবাসীদের কল্যাণে প্রশাসনসহ সকল সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গ্রেটার দাওরাই কমিউনিকেশন ইউকে’র চেয়ারম্যান আজাদ মিয়াসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ জগন্নাথপুরের বৃহত্তর দাওরাই এলাকায় শিক্ষাক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তা প্রশংসার দাবিদার। তিনি বৃহস্পতিবার দাওরাই কমিউনিকেশন ইউকে’র চেয়ারম্যান আজাদ মিয়াসহ অন্যান্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দে সিলেট ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছলে দাওরাই এলাকাবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। এসময় এলাকাবাসী নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার আরজু মিয়া, মাওলানা এমদাদ খান, নাজিম উদ্দিন, জুনাব আলী খান, মাওলানা এরশাদ খান আল হাবীব, সামছুল খান, তফজ্জুল মিয়া, ফখরুল খান প্রমুখ।