সিলেট বিএনপি নেতা হামজা আটক
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর শাখার সদস্য সচিব রুহুল কুদ্দুস চৌধুরী হামজাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬ টায় খাদিমপাড়া থেকে শাহপরাণ থানা পুলিশের একটি দল তাকে আটক করে। হামজাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাপণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
শাহপরান থানা পুলিশ জানায়,বিএনপির নেতা রুহুল কুদ্দুস চৌধুরী হামজা খাদিমপাড়ায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা নিয়ে আসেন। তবে তিনি হরতাল অবরোধের সমর্থনে প্রতিদিনই মিছিল সমাবেশ করছিলেন। নগরীতে ঘটে যাওয়া নাশকতার সাথে তার সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি সাখাওয়াত হোসেন ।
এদিকে তার ছোট ভাই বেলাল চৌধুরী জানান,বিএনপি নেতা রুহুল কুদ্দুস চৌধুরী হামজার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই । তিনি শুধু বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল অবরোধে রাজপথে মিছিল সমাবেশে সক্রিয় ছিলেন