ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৪০

ফাইল ফটো
ফাইল ফটো

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় দু’গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর ও আহারগাঁও গ্রামে এ সংঘষের্র ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আছকির আলী, ফাতেমা বেগম, রোকেয়া বেগম, সুজন মিয়া, মাহমুদ আলী, আব্দুল জব্বার, জাফর মিয়া, ওয়াহাব আলী, ও হাসান মিয়া। আহত অন্যান্যদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কামরাঙ্গীচর গ্রামের ময়না মিয়াও আজাদ মিয়ার পক্ষের সাথে আহারগাঁও গ্রামের সোরাব আলীর পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে স্থানীয় কফলাবাজার থেকে বাড়ী ফেরার পথে আহারগাঁও গ্রামের ছোবান আলীসহ কয়েকজনের উপর হামলা চালায় কামরাঙ্গীচর গ্রামের লোকজন। এ ঘটনায় আহারগাঁও গ্রামবাসীর পক্ষে বুধবার দুপুরে এক শালিস বৈঠকে বসেন। এ বৈঠকের খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে চলে।
ছাতক জাউয়াবাজার এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।