রানা প্লাজার সোহেল রানার সকল সম্পত্তি বাজেয়াপ্ত
সুরমা টাইমস রিপোর্টঃ রানা প্লাজার মালিক মো. সোহেল রানার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক সৈয়দ ইউসুফ হারুন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গত বছর ৩০ এপ্রিল সোহেল রানার সম্পত্তি বাজেয়াপ্তর বিষয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। এ রিটের আদেশে বলা হয়েছে রানা প্লাজার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক।
হাইকোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। দু’একদিনের মধ্যে পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাজেয়াপ্ত সম্পত্তিগুলো হচ্ছে রানা টাওয়ারের ১৮ শতক জমি, ধামরাইয়ে এক একর ৪৬ শতক জমি। এরপরে যদি আরও কোনো সম্পত্তি পাওয়া যায় তাহলে সেগুলোও বাজেয়াপ্ত করবে সরকার।