মৌলভীবাজারের সেরা সরকারী কর্মকর্তা হলেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সেরা সরকারী কর্মকর্তা মনোনীত হলেন। ডিজিটাল বাংলাদেশ নির্মানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ২৩ ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তার হাতে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগাম এর সহযোগীতায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ উপলক্ষে সেরা সরকারী কর্মকর্তা ক্যাটাগরিতে তাকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত করা হয়। উল্লেখ্য- যে ২০১৩ সালের ৩১ মার্চ তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।