জালালপুরে হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের নগদ অর্থ প্রদান
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ বলেছেন, একটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে কম্পিউটার ল্যাবের গুরুত্ব অপরিসীম। সরকারের পাশাপাশি এলাকার প্রতিটি বিদ্যালয়ের উন্নয়নে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল কাস রুম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। মেধাবী শিক্ষার্থী গঠনে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি গতকাল বুধবার দক্ষিণ সুরমার জালালপুরস্থ হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: বাবুল মিয়ার সভাপতিত্বে কমিটির সদস্য মো: ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা কমিটির সদস্য মো: হাবিবে আলম তেরা মিয়া, জালালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সৈয়দ তৈয়ব আলী, জালালপুর ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ওয়েছ আহমদ, দাতা সদস্য ও প্রাক্তন সভাপতি জহিরুল হক শিকদার, প্রতিষ্ঠাতা সদস্য তোফাজ্জুল আলী, শিক্ষানুরাগী সদস্য সৈয়দ আজমল আলী, শাহপরাণ কিন্ডারগার্টেন এর সদস্য আখলাকুল আম্বিয়া বাতিন, দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুক্তার আহমদ প্রমুখ।
সহকারী শিক্ষক ফখরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশিষ কুমার পাল। অনুষ্ঠান শেষে যুক্তরাজ্যস্থ জালালপুর এসোসিয়েশনের পক্ষ থেকে উপদেষ্টা কমিটির সদস্য মো: হাবিবে আলম তেরা মিয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাছে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।