হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা, বৃহস্পতিবার বিক্ষোভ
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতাল ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বর্ধিত হরতাল চলবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে ঘোষিত ৭২ ঘণ্টার হরতাল শেষ হবে আগামীকাল বুধবার সকাল ৬টায়। বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত অবৈধ সরকার গণদাবিকে গ্রাহ্য না করায় আমাদের অঙ্গীকার অনুযায়ী ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো। এছাড়া একই দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’
তিনি চলমান অবরোধ-হরতাল এবং আগামী বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জোটের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানান।