ঢাকা-সিলেট মহাসড়কের এসএসসি পরীক্ষার্থীদের বিশাল মানব বন্ধন

নবীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ছাব্বির’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

Pic Nabigonj-1উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছাব্বির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশাল মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। এতে স্কুলের ব্যাপক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেছে। মানব বন্ধন থেকে প্রশাসনের প্রতি ৭২ ঘন্টার আল্টেমেটাম দেয়া হয়েছে। ওই সময়ের মধ্যে ছাব্বির চৌধুরীর নাম প্রত্যাহার না করলে কঠোর কর্মসুচী দেয়া হবে বলে হুশিয়ার উচ্চারণ করেছেন শিক্ষার্থীরা। মানব বন্ধন কর্মসুচীটি এক পর্যায়ে বিক্ষোভে পরিনত হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মানব বন্ধনে অংশ গ্রহন করেন। অনুষ্টিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ছাত্র নাফি আহমদ, সাইদুল হক, মাহফুজ আহমদ, মুন্না আহমদ, তানভীর আহমদ, অসিম, কাশেম, রহমত মিয়া, ছাত্রী মাহমুদা বেগম, নাফিজা বেগম, ফারিহা বেগম, সুলতানা বেগম ও ফারহানা বেগম প্রমূখ। মানব বন্ধনে শিক্ষার্থীরা বলেন, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে একটি বিলাস বহুল বাড়ি দখল-বেদলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও ২০১৫ইং সনের এসএসসি পরীক্ষার্থী ছাব্বির চৌধুরী জড়িত ছিল না। ওই সময় সে স্কুলে তাদের সাথে কোচিংয়ে ছিল। কিন্ত প্রতিপক্ষের লোকজন সম্পুর্ণ উদ্দেশ্য পুর্ণভাবে তাকে ওই সাজানো মামলায় আসামী করা হয়েছে। ফলে তার লেখাপড়া হুমকীর সম্মুখীন। বক্তব্যের এক পর্যায়ে শিক্ষার্থীরা আগামী ৭২ ঘন্টার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছাব্বির চৌধুরীর নাম মামলা থেকে প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যতায় কঠোর কর্মসুচী নিয়ে মাঠে নামার হুমকী দেন তারা।