নবীগঞ্জে শশুর বাড়িতে জামাতা রক্তাক্ত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের বাউশা ইউনিয়নের শান্তিপুর গ্রামে শশুর ও সমন্দির হামলায় জামাতা কাসেম মিয়া (২৭) নামের এক ব্যক্তি গুরতর আহত হয়েছে। গুরতর আহত অবস্থায় ওই গ্রামের ছনাওর মিয়ার পুত্রকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের আহত কাসেম মিয়ার সাথে প্রায় সাড়ে ৩ বছর পূর্বে শান্তিপুর গ্রামের আরমান উল্লার কন্যা ফাহিমা বেগমের বিবাহ হয়। এতে তাদের দাম্পত্য জীবনে তানিয়া আক্তার নামের ২ বছরের একটি শিশু সন্তানও রয়েছে। গত রবিবার সন্ধায় আহত কাসেম মিয়ার স্ত্রী ফাহিমা বেগম (২৫) এর সাথে তার শাশুরী ও ননদের তুচ্ছ ঘটনার জের ধরে বাক বিতন্ডা হয়। এরই জের ধরে গৃহবধু ফাহিমা স্বামীকে না বলে একই গ্রামে তার পিত্রালয়ে চলে যায়। এ খবর পেয়ে রাত অনুমান ১০টার দিকে কাসেম মিয়া স্ত্রীর খোজে শশুর বাড়িতে গেলে তার শশুর বাড়ির লোকজনের সাথে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে তার শশুর ও সমন্দি সুহেলা মিয়া মিলে জামাতা কাসেমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে সে জানায়।