মহানগর যুবদল নেতা নজিব আটক
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিবকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। যুবদল নেতা নজিবুর রহমান চলমান আন্দোলনে নগরীর বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনার পরিকল্পনাকারী বলে দাবি করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিব জিন্দাবাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় কোতোয়ালী থানার একদল পুলিশ তাকে আটক করে।
সিলেট কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিবকে আটকের কথা স্বীকার করে গনমাধ্যমকে বলেন- বিএনপি নেতাকর্মীরা নগরীতে যেসব নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে তার বেশিরভাগেরই পরিকল্পনাকারী ছিলেন নজিব। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।