মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দিলোওয়ার আটক
সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিন সুরমা থেকে মহানগর স্বেচ্ছাসেবকদলনেতা দিলোওয়ার হোসেন চৌধুরী কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় দিলোওয়ার কে শনিবার ভোর রাত আনমানিক ৪টার সময় তার গোটাটিকরস্থ বাসা থেকে গ্রেফতার করা হয়। তবে কি কারনে তাকে গ্রেফতার করা হলো কেউ বলতে পারছেনা। এদিকে স্বেচ্ছাসেবকদল নেতা দিলোয়ার কে মোগলাবাজার থানা হাজতে রাখা হয়েছে বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান দিলোওয়ারের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও গত কয়েকদিনের গাড়ি পোড়ানো/ভাংচুরের ঘটনায় তার নামে মামলা হবে। সে এখন থানা হাজতে আছে বলে তিনি জানান।
এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট নগরী বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবকদল-ছাত্রদল। রবিববার সকাল আটটার সময় শাহী ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল করে তার নিঃশর্ত মুক্তি চান তারা ।