মৌলভীবাজারে ভালোবাসা দিবসে সুখ দু:খকে বরন করতে চান ১১জুটি নব দম্পতি

moulvibazar Nika Ceremone. 14.2.2015মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে ভালোবাসা দিবসে সুখ দু:খকে বরন করতে চান ১১জুটি নব দম্পতি। এ উপলক্ষে আল ইমদাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান উপহার হিসাবে প্রত্যক নব দম্পতিকে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিক্য্রা উপহার হিসাবে প্রদান করেন। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের সেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখা‘র উদ্যোগে সদর উপজেলার কনকপুর ইউপি‘র আব্দা গ্রামের আবু বকর সিদ্দিক মিয়ার বাড়িতে এক বণ্যাট্য আয়োজনের মধ্য দিয়ে জেলার ২২টি হতদরিদ্র পরিবারের ১১জুটি নব দম্পতি আযোজন করা হয় গণ বিয়ের। দম্পতিদের বিবাব পড়ান মাওলানা আব্দুল বারী ধর্মপুরী। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দু সেন গুপ্ত ও বর- কণের আতœীয়-স্বজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক বাপ্পী নব দম্পতিদের সুখি সুন্দর জীবন কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলেন- গন বিবাহে অংশ গ্রহনকারী প্রতিটি পরিবারের ছেলে-মেয়েদের বিয়ে দিতে আর্থিক সামর্থ্য না থাকায় এই সেচ্ছাসেবী সংগঠনটি বিয়ের যাবতীয় খরচ বহন করেছে। নব দম্পতি হলেন মাসুম মিয়া (২২), কনে সুমি আক্তার, জুবেদ মিয়া (২৫), কনে তাহমিনা আক্তার, দেলোয়ার হোসেন (২৬), কনে আকি আক্তার, লায়েজ মিয়া (২২), কনে ফাতেমা বেগম, আছলাম মিয়া (২৫), কনে রোখশানা আক্তার, নুরুল মিয়া (২৩), কনে মনোয়য়ারা বেগম, মুছা মিয়া (২৭), কনে মৌসুমী আক্তার, ইমান আলী (২৭)-কনে রিফা আক্তার, আমির আলী (২৯),কনে সুমা খাতুন, মাছুম মিয়া (২৯), কনে মাহমুদা আক্তার, জাবেদ মিয়া (২৫) ও কনে ফাতেমা খাতুন।