আম্বরখানা থেকে ছিনতাকারী গ্রেফতার
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর আম্বরখানা এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম আসাদ (৩০) বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার এসআই শফিক গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, ‘আসাদের নামে এসএমপির বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে আম্বরখানা থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার কোর্টের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হবে।