গোয়াইনঘাটে গভীর রাতে ট্রাকে আগুন
গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেট-তামাবিল সড়কের গোয়াইনঘাটের বাঘেরসড়ক নামক স্থানে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত (সোমবার দিবাগত রাত) দেড়টার দিকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমা বিস্ফোরণে ট্রাকটিতে আগুন ধরে যায়।
এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাক চালক আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।
জানা যায় ট্রাকটি বালু নিয়ে সিলেটের দিকে আসছিল। বাঘেরসড়ক আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে পড়ে যায়। ট্রাকে আগুন কিভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।