কবি মুনশি আলিমের ‘চিন্তার ব্যাকরণ’ বইয়ের মোড়ক উন্মোচন
গতানুগতিক ধারা থেকে বের হয়ে একটু ভিন্নধর্মী চিন্তা করেন উত্তরাধুনিক যুগের তারুণ্যের কবি মুনশি আলিম। গতকাল কবির নিজের বাসভবন যুবরাজ ভিলায় সন্ধ্যে সাতটায় এক অনাড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘চিন্তার ব্যাকরণ বইয়ের মোড়ক উন্মোচন। এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ মাসুদ, কবির হোসেন, তওহিদুর রহমান, আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম, নাজাত ইসলাম, আব্দুল বাছিত, এনায়েত মোস্তফা, কাওসার আহমদ, ফজল আহমদ, নিয়াজুল ইসলাম, আজহার হোসেন শিমুল, সাগর দত্ত, আশিকুজ্জামান আশিক, হিমেল আহমদ প্রমুখ।
বইটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব খালেদ মাসুদ বলেন- ”বইটি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।” সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম বলেন- ”বইটির প্রতিটি শব্দের মধ্যেই কবির নিজস্বতা আছে। তাঁর কাব্যের নিভৃত অঞ্চল জুড়ে রয়েছে প্রগতিশীল চেতনার ছাপ।” অমর একুশে বইমেলা ২০১৫ কেন্দ্র করে সিলেটের নাগরী প্রকাশ থেকে বের হয়েছে এই কাব্য ‘চিন্তার ব্যাকরণ’। তাঁর কবিতার বইটি ৪ ফর্মার। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। বইটির গায়ের মূল্য ১২০। সুধী মহলের মন্তব্য তাঁর কবিতাগুলো দেশ কাল পাত্র ছাপিয়ে নিঃসন্দেহে হয়ে ওঠেছে আন্তর্জাতিক মানের, উত্তরাধুনিক তো বটেই। বিজ্ঞপ্তি