জীবন ও রক্তের মাধ্যমে ২১শে ফেব্রুয়ারির সৃষ্টি হয়েছে -ড. জসীম উদ্দিন আহমেদ

Caption-882কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক ৮৮২ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে আমার সৃষ্টি। তাই ভাষা আন্দোলন আমার জীবনে যেমন স্মরণীয় -তেমনি বাঙালীর জীবনে স্বরণীয় হয়ে থাকবে। এই ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙ্গালীর জাগ্রত মনের আত্মপ্রকাশ ঘটে। যার ফলে আত্মপ্রত্যয়ী বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখে। তিনি আরো বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালী জাতির জীবনে একটি ঐতিহাসিক ঘটনা। বাঙালী ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার চেতনা লাভ করে। এর মাধ্যমে বাঙালী জাতি স্বাধীনতা লাভ করে। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়ে জাতিসংঘ বিশে^র সমস্ত ভাষাকে মর্যাদা দিয়েছে জীবন ও রক্তের মাধ্যমে ২১শে ফেব্রুয়ারি সৃষ্টি হয়েছে- কারো কাছ থেকে বা এমনি এমনিতে এটা আসেনি । এর চরম স্বাক্ষী আমি জসীম উদ্দিন আহমেদ।

০১ অক্টোবর ২০১৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিতব্য সাহিত্য সভায় সভাপতিত্ত্ব করেন আল-ইসলাহ সম্পাদক এডভোকেট আবদুস সাদেক লিপন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- শিক্ষাবিদ কবি সৈয়দ আলী আহমদ,গল্পকার সেলিম আউয়াল, গবেষক সৈয়দ মবনু, কবি নাজমুল আনসারী, কবি বাসিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, কবি এখলাছুর রাহমান।

দ্বিতীয় পর্বে ৮৮২ তম সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন- মাসুদা সিদ্দিকা রুহী, শামীমা কালাম, শাম্মী নাজ সিদ্দিকী,আমিনা শহীদ চৌধুরী মান্না, ইছমত হানিফা চৌধুরী, জান্নাতুল শুভ্রা মনি, আলাল আহমদ, মীনহাজ ফয়সল, সৈয়দ মুক্তদা হামিদ, মো. আনোয়ার আলী, রাশেদ আহমদ, মাহমুদ পারভেজ, বাহা উদ্দিন বাহার, শাহাব উদ্দিন আহমেদ, মিসবাহ উদ্দিন, তাসলিমা খানম বীথি।

সাহিত্য আসরের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাশেদ আহমদ। সাহিত্য আসরে সেরা লেখক নির্বাচিত হন মাসুদা সিদ্দিকা রুহী ও মাহমুদ পারভেজ। সাহিত্য আসর পরিচালনা করেন মামুন হোসেন বিলাল। -বিজ্ঞপ্তি।