জিন্দাবাজারে ককটেল ফাটিয়ে আতঙ্ক, টায়ারে আগুন
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর জিন্দাবাজারে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় সড়কের ওপর টায়ারে আগুন দেয় তারা। ককটেলের বিস্ফোরণের শব্দ ও টায়ারের আগুনে জিন্দাবাজর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা তাঁতিপাড়ার গলি দিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- মঙ্গলবার রাতে কয়েকজন যুবক সিলেট নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে পরপর ৫/৬ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা টায়ারে আগুন দেয়।
ককটেলের বিস্ফোরণের শব্দে ও টায়ারের আগুনে আশপাশের ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট। পথচারীরাও ছুটতে থাকেন দিকবিদিক। মূহুর্তেই যান ও জনশূণ্য হয়ে পড়ে রাস্তা। পরে দুর্বৃত্তরা তাঁতিপাড়া গলির ভেতর দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ারের আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে।