দিরাইয়ে জলমহাল নিয়ে দ্বন্দের জেরে যুবককে কুপিয়ে ক্ষত বিক্ষত
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মতিন মিয়ার ছেলে লাকিবুর মিয়া (২০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে একই গ্রামের সানন্দ দাসের ছেলে সুবুধ দাস। গ্রামবাসী জানান, জলমহাল নিয়ে বেশ কিছু দিন থেকে উভয়ের মধ্যে দন্ধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল সোমবার বেলা সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির পাশে একা পেয়ে লাকিবুরের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে সুবুধ। তার এলোপাতারী অস্ত্রের আঘাতে লাকিবুর মিয়ার ডান হাত ক্ষত-বিক্ষত হয়ে যায়। লাকিবের আর্থ চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসেন, অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি না করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।