ঠিক সময়ে অনুশীলনে উপস্থিত রুবেল
সুরমা টাইমস ডেস্কঃ টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির বাংলাদেশ পর্বের প্রথম দিনেই অনুশীলন করলেন রুবেল হোসেন। রোববার নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলা থেকে জামিন ও কারামুক্তি পাওয়ার পরের দিন যথাসময়েই প্রস্তুতি শিবিরে হাজির হন জাতীয় দলের প্রখ্যাত পেসার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঠিকঠাক অনুশীলনটাও করেন তিনি।
বাংলামেইলকে বিসিবি জানায় সকাল ১০টায় অনুশীলনে উপস্থিত হয়ে দুপুর ১টা পর্যন্ত ঘাম ঝরান রুবেল। তবে নির্ধারিত অনুশীলন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেননি আলোচিত পেসার।
প্রাথমিক দলে থাকা ১৫ ক্রিকেটারের মধ্যে থেকে ১৩জন এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন। কেবলমাত্র বিগব্যাশ টি-টোয়েন্টি লিগ খেলতে অস্ট্রেলিয়ায় থাকার কারণে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। আর চিকিৎসা নিতে মেলবোর্নে থাকা তামিমও অনুপস্থিত ছিলেন প্রস্তুতি শিবিরে।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত দেশে বিশ্বকাপ প্রস্তুতি পর্ব সারবে বাংলাদেশ। এই সময়ে বিশ্বকাপের ছয় প্রতিপক্ষ সম্পর্কে নিবিড় আলোচনা করবেন চন্দ্রিকা হাথুরুসিংহে। সাথে সাথে ফিল্ডিং, ব্যাটিং ও বোলিংয়ের তালিম তো থাকবেই।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ফেলে জেলহাজতে জেতে হয়েছিল টাইগার পেসারকে।