খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
তিনি বলেন, যুবসমাজের অবক্ষয় রোধে খেলাধুলার কোনও বিকল্প নেই। খেলাধুলা ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সমাজকে উন্নত করতে সমাজকল্যাণমূলক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
আজমাল আলী মালাই’র সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ রুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সাবেক ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদ রনি, সমাজসেবা অফিসার রফিক আহমদ, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, সিনিয়ন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রুহেল আলম, সাংস্কৃতিক সম্পাদক জুনেদ আহমদ, সদস্য রফিক আহমদ, খোজারখলা পঞ্চায়েত কমিটির পক্ষে বক্তব্য রাখেন- দৌলা মিয়া, রিয়াজ উদ্দিন রানা, মো. জমির আহমেদ, পঞ্চায়েত কমিটির সভাপতি ছমির মিয়া, মনসুর আলম, সোনা মিয়া, কাবের সহ-সভাপতি হাবিবুর রহমান তজন, সহ-সাধারণ সম্পাদক মেহরাজ হোসেন রাজু, ক্রীড়া সম্পাদক হুমায়ুন রশীদ বাদল, সহ-ক্রীড়া সম্পাদক মো. শরীফ উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি