বালাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ কর্মসূচীর উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল উপজেলার তাজপুরের শাহ সিদ্দিক (র:) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। নিরাপদ সড়ক আমাদের অধিকার বাস্তুবায়নে চাই অঙ্গিকার” -এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্টিত এ কুইজ প্রতিযোগিতায় ৭ম ও ৮ম শ্রেনীর ১১০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ১১০ জনের মধ্যে ২০ জন সর্বাধিক নম্বরপ্রাপ্ত হয়। ২০ জনের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় পুরস্কারসহ মোট ১০ জনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রধান অনুষ্টানে উপস্থিত ছিলেন ব্র্যাকের চঝজঈ সিলেট অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর জি.এম. সুমন, বিদ্যালয়ের অধ্যক্ষ শিকদার মো. কিবরিয়া, ব্র্যাকের যোগাযোগ কর্মী কল্যান ব্রত চাকলাদার প্রমুখ।