আবদে বারী হুফফাজুল কোরআন বোর্ডের পুরস্কার বিতরণী ২৯ জানুয়ারি
ছাহেব কিবলা (রহ.)-এর স্মৃতিবিজড়িত আবদে বারী হুফফাজুল কোরআন বোর্ড বাংলাদেশের ১৭ তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ও ইসালে সওয়াব মাহফিল আগামি ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ১৬ ডিসেম্বর বড়লেখার চান্দগ্রাম আনোয়ারুল উলূম ফাজিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় সিলেট বিভাগের অর্ধশতাধিক মাদসাসা থেকে প্রায় একহাজার হাফিজে কোরআন অংশ নেন। মর্যাদাপূর্ণ এ বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্তিকে যেকোনো হাফিজে কোরআনের জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে ধরে নেওয়া হয়। ২৯ জানুয়ারি সকাল ১০ টায় বড়লেখার চান্দগ্রামে এ বোর্ডের পুরস্কার বিতরণী ও ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিজ গোলাম রব্বানী। প্রেস বিজ্ঞপ্তি।