গণ আন্দোলনে ভীত হয়েই সরকার মেয়র আরিফকে গ্রেফতার করেছে : শমসের মবিন চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বীর বিক্রম এবং সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহানগর বিএনপি সভাপতি এম এ হক এক যৌথ বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপি নেতা সিলেটের জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণআন্দোলনে ভীত সরকার বিরোধী মতামতকে দমন করতেই বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-মামলা ও গ্রেফতার চালিয়ে যাচ্ছে। সে চক্রান্তের অংশ হিসাবেই সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট অর্থনীতিবীদ শাহ্ এস. এম. কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুল হক চৌধুরীকে সম্পূরক চার্জশীট ভূক্ত আসামী ও গ্রেফতার করা হয়েছে। যা সৃজনশীল গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকে চরমভাবে বাধাগ্রস্থ করছে। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী সহ হরতাল চলাকালীন গ্রেফতারকৃত যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবী করেন। নেতৃবৃন্দ বর্তমান সরকারকে দমন-পীড়নের স্বৈরতান্ত্রিক পন্থা থেকে বেরিয়ে এসে অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে অব্যাহতি ও নিঃশর্ত মুক্তি দাবী করেন। বিজ্ঞপ্তি