মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান

বিশ্বনাথে আওয়ামী লীগের আলোচনা সভায় শফিকুর রহমান চৌধুরী

photo-2বিশ্বনাথ প্রতিনিধিঃ সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নিজের জীবন বাজিরেখে দেশ কে মুক্ত করেছেন মুক্তিযোদ্ধারা। তাদের সম্মান আলাদা। মুক্তিযোদ্ধারা দেশে সূর্য সন্তান। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে যাচ্ছে। ভাতা বৃদ্ধি করেছে। সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। গত সোমবার বিশ্বনাথের মুন্সিবাজার আওয়ামী লীগ অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশ আলী মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা নূরুল ইসলাম। জেলা ছাত্রলীগ নেতা শাহিন আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, স্বেচ্ছাসেকলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আলী আশরাফ সুহেল, সাধারন সম্পাদক এমরুল হাসান। বক্তব্য রাখেন আ’লীগ নেতা মনিরুজ্জামান মনির, মন্তাজ আলী, তফজ্জুল আলী, জেলা ছাত্রলীগ নেতা রুহেল তালুকদার, নিজামউদ্দিন, শাহ ওলিদ, অমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহজাহান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা তুরন মিয়া, আব্দুল মালেক, আ’লীগ নেতা আকবর আলী, শাখাওয়াত হোসেন, শফিক আলী, আরশ আলী, আজাদ মিয়া, দবিরুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমূখ।