বীর মুক্তিযোদ্ধ দিলীপ কুমার আর নেই
বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার সিংহ (৬৩) দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে অদ্য দুপুর ১২.৩০ মি: শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্থানীয় চালীবন্দর মহা শস্বান ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দিলীপ সিংহকে গার্ড অব অনার প্রদান করা হয়। এবং ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয। জেলা ও মহানগর মক্তিযোদ্ধা কমান্ডার দ্বয় সহ অন্যান্য মুক্তিযোদ্ধা সহ প্রয়াত বীর মক্তিযোদ্ধার বন্ধু বান্ধব, মনিপুরা যুব সমাজ সহ ব্যক্তিগন শস্মান ঘাটে উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ ও মনিপুরি যুব সমাজ নেতৃবৃন্দের প থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য প্রয়াত দিলীপ কুমার সিংহ সিলেট সর্ব প্রথম কংফু ক্যারাত ও মার্শাল আর্টের একজন প্রশিক ছিলেন। অনেক ছাত্র ছাত্রী মার্শাল আর্টের প্রশিন নিয়ে আজ প্রতিষ্ঠিত হয়েছেন। সমাবেত সকলেই প্রয়াত মক্তিযোদ্ধা দিলীপ কুমার সিংহের আত্মার সগায়ু ও শান্তি কামনা করেন। বিজ্ঞপ্তি