রাস্তায় গাছ ফেলে গ্রীণ লাইন বাসে ডাকাতি
সুরমা টাইমস ডেস্কঃ চট্টগ্রাম থেকে সিলেটমুখী গ্রীণ লাইন বাসে এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা নামক স্থানে এ ডাকাতি সংঘটিত হয়। গ্রীণ লাইন বাসের আরোহী প্রকৌশলী মঈনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৪০ জন প্রকৌশলীকে বহনকারী বাসটি ব্রাহ্মণবাড়িয়া কসবায় পৌঁছলে সংঘবদ্ধ ডাকাতরা রাস্তায় গাছ ফেলে বাসের গতি রোধ করে। কিন্তু ড্রাইভার বাসের দরজা না খুললে ডাকাতরা বাসের গাস ভেংগে ভেতরে ঢুকে। মুখোশ পরা ডাকাতদের হাতে ধারালো রামদা ছিলো। তারা ভয় দেখিয়ে যাত্রীদের সব মালামাল ছিনিয়ে নেয়।
ঘটনায় বেশ কিছু সময় পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। কিন্তু এর আগেই ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। রাত ৪টায় জানা গেছে, রাস্তায় গাছ সরিয়ে পুনরায় সেই বাস যোগেই তারা সিলেট অভিমুখে যাত্রা করেন। উলেখ্য, আবুল খায়ের কোম্পানীর এ কে এস স্টিল ফ্যাক্টরী পরিদর্শন করতে কোম্পানীর আমন্ত্রণে সিলেটের ৮০ জন প্রকৌশলী গত ১৬ ডিসেম্বর রাতে চট্টগ্রাম গিয়েছিলেন।