প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে মালয়েশিয়া যাচ্ছেন মুমতাহীনা রীতু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে মালয়েশিয়া যাচ্ছেন আওয়ামীগীগের প্রচার কমিটির সহ সম্পাদক, সাবেক পররাষ্টমন্ত্রী আবদুস সামাদ আজাদের পুত্রবধু মুমতাহীনা রীতু।
আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়বেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও মন্ত্রিসভার একাধিক সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকছেন।
এই সফরে প্রধানমন্ত্রী দ্বি-পাকি সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন মালয়েশীয় কর্তৃপরে সঙ্গে। পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে রূদ্ধদ্বার আলোচনা ছাড়াও থাকবে দ্বি-পাকি বৈঠক, চুক্তি-স্বার। অংশ নেবেন বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ সম্পর্কিত সংলাপে।
পুত্রজায়ায় প্রধান মন্ত্রীর সম্মানে থাকবে মালয়েশীয় প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ। কুয়ালালামপুরে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী । বিজ্ঞপ্তি