ওসমানীনগরে কুইজ প্রতিযোগীতায় হেফাজতে ইসলাম নিয়ে প্রশ্ন : প্রশ্নপত্র ও ফরম জব্দ, আটক ১০

শিপন আহমদ, ওসমানীনগরঃ সিলেটের ওসমানীনগরে আল-ইখওয়ান ফাউন্ডেশন নামক একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগীতার প্রশ্নে ‘হেফাজতে ইলামের উপর গণহত্যা কোথায়, কত তারিখে হয়েছিল?’এমন বিভ্রান্তিকর প্রশ্নের জন্য দশজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুইজ ফরম বিক্রয় কালে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কুইজ ফরমসহ তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ওসমানীনগরের দয়ামীরস্থ আল-ইখওয়ান ফাউন্ডেশন নামক একটি সংগঠন মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগীতার আয়োজন করে। কুইজ ফরম গুলো এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিল। কুইজে ফরমে ৩০টি প্রশ্নের মধ্য ১০নং প্রশ্ন ‘হেফাজতে ইলামের উপর গণহত্যা কোথায়, কত তারিখে হয়েছিল?’। বিষয়টি জানতে পেরে পুলিশ কুইজ প্রাপ্তি স্থানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওসমানীনগরের দয়ামীর এলাকার ছাইম উদ্দিন, জয়নাল আবেদীন, মিফতাউর রহমান মিলাদ, ভাড়েরা গ্রামের আতাউর রহমান, ছুরতপুর গ্রামের হাবিবুর রহমান, উমরপুর গ্রামের আবজার আলী, খসরু পুর গ্রামের ফুজায়েল আহমদ, রাইকদারা গ্রামের নিজাম উদ্দিন বিশ্বনাথ উপজেলার বাউলপুর গ্রামের রুখন মিয়া ও হবিগঞ্জ জেলার শিবপাশা গ্রামের মাসুদুর রহমানকে থানায় নিয়ে আসেন।
ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।