সিলেট বিআরটিএ’র সেই ফাহমিদা প্রত্যাহার
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট বিআরটিএ’র আলোচিত নারী কর্মচারি ফাহমিদা বেগমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ৯ নভেম্বর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উপ পরিচালক (প্রশাসন) মোঃ ইউছুব আলী মোল্লা স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করে নতুন কর্মস্থল বিআরটিএ’র কুড়িগ্রাম-লালমনির হাট সাকের্লে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ আদেশ সিলেট অফিসে এসে পৌছায়। আদেশে বলা হয়- আগামী ১৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন ফাহমিদা বেগম। অন্যতায় পরবর্তী কার্যদিবস ১৭ নভেম্বর তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে তাকে বদলী করা হয়। আলোচিত ফাহমিদা বেগম কর্তৃক সিলেট বিআরটিএ অফিসে আসা গ্রাহকদের সাথে চরম দুব্যবহার করার অভিযোগ ওঠে। সম্প্রতি দালাল ধরতে ভ্রাম্যমান আদালত বিআটিএ অফিস প্রাঙ্গনে অভিযান চালালে অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক ফাহমিদা বেগম দালালদের হয়ে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের সাথেও দুব্যবহার করেন। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত তাকে আটক করলে পরে মুচলেকা দিয়ে ছাড়া পান।