স্মিথের সেঞ্চুরিতে পুনের ১৯৫ রানের পাহাড়
স্পোর্টস ডেস্ক :: গুজরাট লায়ন্সের বিপক্ষে এর আগের মোকাবেলায় হারের স্বাদ পেয়েছিল ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। কিন্তু এবারের মোকাবেলায় বেশ কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে ধোনির দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথের অনবদ্য
ম্যাচের শুরতেই ওপেনার সৌরভ তিওয়ারিকে হারিয়ে বিপদে পরে পুনে। দ্বিতীয় উইকেট জুটিতে স্মিথকে সাথে নিয়ে এগুতে থাকেন আজিংকা রাহানে। রাহানে নিজের হাফ সেঞ্চুরি তুলে ৫৩ রানে আউট হলে অন্যপ্রান্ত আগলে রাখেন স্মিথ। ৮টি চার এবং ৫টি ছক্কায় নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। ৫৪ বলে ১০১ রানে ডুয়াইন ব্রাভোর বলে আউট হন স্মিথ।
শেষ দিকে ধোনির ঝড়ো ২৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে মাত্র তিন উইকেট খুইয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ পায় পুনে। এই ম্যাচ জিততে হলে অনেকটা অসাধ্য সাধন করতে হবে গুজরাটকে। গুজরাট লায়ন্সের হয়ে ব্রাভো একটি উইকেট পান।