মুরাদপুর থেকে কিশোর নিখোঁজ
স্টাফ রিপোর্টার :: শহরতলীর মুরাদপুর বাজার থেকে ইকবাল আহমদ (১৬) নামের এক ছেলে গত ২৫ এপ্রিল নিখোঁজ হয়েছে। সে কানাইঘাট উপজেলার বেতু গ্রামের মোদাচ্ছির আলীর ছেলে। বর্তমানে সে শাহপরান থানার মুরাদপুর রাজন মিয়ার বাড়ি বাস করে আসছিল। নিখুঁজ ইকবাল আহমদ মুরাদপুর বাজারে আলা উদ্দিন মিয়ার চায়ের দোকানে কর্মচারি ছিল। সে গত ২৫ এপ্রিল সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে দোকানের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে নি। অনেক খুজাঁ খুজি করে কোনো সন্ধান না পেয়ে ২৮ এপ্রিল তার বাবা মোদাচ্ছির আলী শাহপরান থানায় একটি সাধাণ ডায়রি করেন। যার নং ১৩৬৮। হারিয়ে যাবার সময় তার পরনে ছিল শার্ট ও জিন্সের পেন্ট । তার গায়ের রং শ্যামলা ,উচ্চতা ৫ ফুট , সে সিলেটের আঞ্চলিক বাসায় কথা বলে। কোনো সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। মোবাইল নং ০১৭৪৫৬৭১৫৭৬।