পাহাড়ি ঢলে গোয়াইনঘাটে আকস্মিক বন্যা
ডেস্ক রিপোর্ট :: অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় গত শনিবার রাত থেকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়ে পড়েছে অনেক গ্রাম। কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছে। থেকেই অবিরাম বর্ষণ শুরু হয়। এর সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। উপজেলার মুসলিমপাড়া, আসাম বস্তি, লিডার বস্তি, বগাইয়া পূর্বপাড়া বিছানাকান্দি, ছড়ারপার এলাকার অনেক ঘরবাড়ি পানির স্রোতে ভেসে যায়। এছাড়া সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট জাফলং ,লেংগুড়া ,তোয়কুল, নন্দিরগ্রাম, ইউনিয়নসহ আসে-পাশের এলাকা তালীয়ে যাচ্ছে।মাত্রাতিরিক্ত পানি বাড়ছে বলে স্থানীয় সূত্রের মাধ্যমে জানাগেছে।