গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযান : ৯৫ হাজার টাকা জরিমানা

146116123720160420গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে বুধবার মোবাইল কোর্টের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল মেজর এস এ এম ফখরুল ইসলাম খান এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম ও বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ পারভেজ মিয়ার উপস্থিতিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং বিএসটিআই অনুমোদন বিহীন খাবার সরবরাহ করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় আনন্দ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ১৫ হাজার টাকা, তৃপ্তি ফুডস এর মালিককে ২০ হাজার টাকা, গার্ডেন ফুড এর মালিককে ২০ হাজার টাকা,বনফুল আইসক্রিম এর মালিককে ২০ হাজার এবং বনফুল আইসবার এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে অধিক মুনাফা লাভের আশায় খাদ্য প্রস্তুত করে মানুষের সাথে প্রতারণা করে আসছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।