জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন জ্ঞাপন
নিউইয়র্ক থেকে এনা: একটি স্বাধীন, সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং ফিলিস্তিন জনগণের ন্যায্য স্বাধিকার আন্দোলনের প্রতি বাংলাদেশ পুনরায় অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেছে। গত ১৮ এপ্রিল নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে আয়োজিত দিনব্যাপী উম্মুক্ত আলোচনা সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, প্যালেস্টাইন প্রশ্নে বাংলাদেশের নীতিগত অবস্থানের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী একটি দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে বলিষ্ঠ, গঠনমূলক ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য রাষ্ট্রদূত পুনরায় নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানান। এ প্রসঙ্গে তিনি প্যালেস্টাইন ভূখন্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসন এবং নির্বিচার হত্যা, আটক ও নির্যাতনসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। এ প্রসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সহিংস ও জঙ্গি পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্যালেস্টাইন প্রশ্নের ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। নিরাপত্তা পরিষদের এ উম্মুক্ত আলোচনায় মোট ৫২টি দেশের ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাঁর সাম্প্রতিক মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর এবং প্যালেস্টাইন প্রশ্নে বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনার বিষয়ে পরিষদকে অবহিত করেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে প্যালেস্টাইন ও ইসরাইলী কর্তৃপক্ষের অংশগ্রহণে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে ফ্রান্স সরকারের সাম্প্রতিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ প্রক্রিয়ার অগ্রগতি কামনা করেন। এ বছর জানুয়ারি মাসে নিরাপত্তা পরিষদে ভেনিজ্যুয়েলার সভাপতিত্বে প্যালেস্টাইন প্রশ্নে উম্মুক্ত আলোচনার পর এমাসে গণচীনের সভাপতিত্বে পুনরায় এই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হলো।