বৈশাখী উৎসবের মধ্যে দিয়ে আমাদের আত্মপরিচয় খুঁজে পাই
কেমুসাসের উদ্যোগে বর্ষবরণ উদযাপন
বাঙ্গালীর উৎসব বাংলার উৎসব বৈশাখ। বাঙালীর প্রতিটি উৎসবের মতো এই বৈশাখী উৎসবের মধ্য দিয়ে আমাদের আত্মপরিচয় ফুটে তুলতে হবে। তবে দৃষ্টি রাখতে হবে অপ-সংস্কৃতির দিকে আমরা যেন না যাই। কারন হাজারো বছরে ধরে বৈশাখ আমাদের সংস্কৃতিকে ধরে রাখছে। বৈশাখীর উৎসবের মধ্যে দিয়ে আমাদের আত্মপরিচয় খুঁজে পাই।
বাংলা সংস্কৃতি দীর্ঘদিনের এটা চলমান। এই চলমান সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে। অন্য সংস্কৃতি যেন আমাদের সংস্কৃতিতে প্রবেশ না করে খেয়াল রাখতে হবে। বৈশাখের নামে যেন অসভ্যতা সৃষ্টি না হয় সরকার যেমন দৃষ্টি রাখছে ঠিক তেমনি আপনারা লেখক বন্ধু হিসাবে খেয়াল রাখবেন।
দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যেগে বর্ষবরণ অনুষ্ঠান পহেলা বৈশাখ ১৪ এপ্রিল ২০১৬ খ্রি. বৃহস্পতিবার ও নিয়মিত সাপ্তাহিক ৯০৭ তম সাহিত্য আসর সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন আল-ইসলাহ সম্পাদক এডভোকেট আবদুস সাদেক লিপন। আলোচনায় অংশ গ্রহণ করেন কেমুসাসের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, কোষাধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কার্যনির্বাহী সদস্য মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট মুক্তিযোদ্ধা, সমাজ সেবক এম এ হান্নান সেলিম, কার্যনির্বাহী সদস্য লাভলী চৌধুরী, গবেষক সৈয়দ মোহাম্মদ তাহের, লেখক বশির উদ্দীন, কবি মুকুল চৌধুরী, কবি আসলাম প্রধান, এডভোকেট কয়ছর আহমদ, সৈয়দ মবনু, কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, গল্পকার সাহেদ হোসাইন, কবি কামরুজ্জামান হেলাল ।
মামুন হোসেন বিলালের সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠানে লেখা পাঠে অংশগ্রহণ করেন ফতেহুল করিম হাসান, এম আকমল হুসাইন, হাঃ লোকমান আহমদ, সালেহ রাশেদ, সিরাজুল হক, শাহ সরোয়ার আলী, সিদ্দিক আহমদ, মোঃ বশিরুদ্দিন, লালসাদ, হেলাল উদ্দীন দাদন, জীমা হামযা, তাসলিমা খানম বীথি, আমিনা শহীদ চৌধুরী মান্না, সৈয়দ মুক্তদা হামিদ, লুৎফুর রহমান তোফায়েল, আলাল আহমদ, চৌধুরী রাহাত, মোয়াজ্জেম আনাম, মাহমুদ পারভেজ, শাহাদাত হোসেন টিপু, নজমুল হক চৌধুরী, আতাউর রহমান । সাহিত্য আসরের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি আব্দুল বাছিত। বিজ্ঞপ্তি।