প্রার্থী মনোনয়নে অনিয়মের অভিযোগ অস্বীকার মাতিউরা বিএনপির

bnp-logo_22972-600x360সিলেটের বিয়ানীবাজারের মাতিউরা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ইউনিয়ন বিএনপি। এক বিবৃতিতে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মুজিবুল ইসলাম তাজুল জানান, মাতিউরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাশী জাকির হোসেন মূলত বিএনপির কেউই নন। এ ছাড়া তার সাথে বিএনপি বলে যাদের নাম গনমাধ্যমে প্রচারিত হয়েছে তারাও বিএনপির কোন পর্যায়ের নেতা-কর্মী নন। জাকির হোসেন যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিএনপির প্রার্থীতা প্রত্যাশা করেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলী (আব্দর রব)ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হন। ফলে দলের গঠনতন্ত্র ও নিয়মানুযায়ী গোপন ব্যালটের মাধ্যমে নেতা-কর্মীদের মনোনয়ন ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহন অনুষ্টানে উপজেলা বিএনপির সভাপতি সাধারন সম্পাদকসহ ইউনিয়ন বিএনপির তিনশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ভোটে ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলী (আব্দুর রব) চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। এসময় জাকির হোসেন নিজের পরাজয়কে মেনে নিয়ে অনুষ্টানে বক্তব্যও দেন। কিন্তু পরে কতিপয় ‘দালাল ও আওয়ামী এজেন্ট’ দ্বারা প্ররোচিত হয়ে তিনি গনমাধ্যমে অনিয়মের যে অভিযোগ প্রচার করেন তা’ আদৌ সত্য নয়। বিবৃতিতে মাতিউরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল জানান, আসন্ন মাতিউরা ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যানপ্রার্থী মনোনয়নে কোন প্রকার বিভ্রান্তির অবকাশ নেই । তিনি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কছির আলী (আব্দর রব)-এর পক্ষে কাজ করার জন্য বিএনপি যুবদল ও ছাত্রদলের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি