সিলেটের তামাবিল ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ

tamabilসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের তামাবিল ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে পড়েছে। ভারত সরকার রফতানির উপর এক শতাংশ ট্যাক্স আরোপ করায় গত বুধবার থেকে রফতানি বন্ধ রেখেছেন সেদেশের ব্যবসায়ীরা। ফলে বেকার হয়ে পড়েছেন সিলেটের প্রায় ২০ হাজার কয়লা শ্রমিক।
জানা গেছে, গত মাসে ভারত সরকার কয়লা রফতানিতে এক শতাংশ ট্যাক্স আরোপ করে। শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছেন সেদেশের ব্যবসায়ীরা। গত বুধবার ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও সেদেশের রফতারিকারকরা কয়লা রফতানি বন্ধ করে দেন। ফলে সিলেটের প্রধান কয়লা নির্ভর শুল্ক স্টেশন তামাবিল ও শেওলা কার্যত অচল হয়ে পড়ে। আর এ কারণে উৎকন্ঠিত হয়ে উঠেছেন সিলেটের কয়লা আমদানিকারকরা। কয়লা আমদানিতে জটিলতা নিরসনে কয়লা আমদানিকারক গ্রুপের ৬ সদস্যের প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার তামাবিল শুল্ক স্টেশন হয়ে ভারত সফরে গেছেন।
প্রতিনিধি দলের প্রধান, কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ জানান, তাদের এ সফরের মূল উদ্দ্যেশ্য হচ্ছে রফতারিকারকদে সাথে আলোচনা ক্রমে সমস্যার সমাধান করে আবারো কয়লা আমদানি চালু করা। প্রতিনিধিদল আজ করিমগঞ্জ ডিষ্ট্রিক্ট এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন ও আসাম এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশনের সাথে এবং শনিবার ফরেন ট্রেড চেম্বার অব কমার্স মেঘালয়ার সাথে বৈঠক করবেন।
প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন কয়লা আমদানিকারক গ্রুপের সহ সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. আতিক হোসেন, কার্যকরী সদস্য মো. এমদাদ হোসেন।